BRAKING NEWS

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বাম প্রতিনিধিদের

কলকাতা, ২৭ জুলাই (হি. স.) : বাজারে ফরেদের দাপট রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইল সিপিএম। শুক্রবার বাম বিধায়করা তিন দফা দাবি নিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। বেহাল রেশন ব্যবস্থা, বিরোধী জনপ্রতিনিধিদের উপেক্ষা, হুমকি দিয়ে শাসক দলে আনার চেষ্টা প্রভৃতি অভিযোগও করেন বাম বিধায়করা।

পরে পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি বাজারে ফসলের দাম অগ্নিমূল্য। কিন্তু কৃষকরা দাম পাচ্ছেন না। ফরেদের দাপট চলছে। এটা রুখতে ব্যবস্থা নিন।

রেশন ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও বাম বিধায়করা বিধানসভায় মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেন। তাঁদের অভিযোগ, এর ফলে রেশন ব্যবস্থার প্রতি মানুষের অনাগ্রহ বাড়ছে। যদিও পরে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিধানসভায় সাংবাদিকদের কাছে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, ফিউচার গ্রুপের সঙ্গে সরকারের চুক্তি সই হয়েছে। পুজোর পরেই প্রায় ৫০০ রকমের নামী ব্রান্ডের নানা রকম জিনিস রেশন দোকানে বিক্রি হবে। এ ছাড়াও, মাস তিনের মধ্যে আমরা ‘ই প্রস’ চালু করছি। এই ইলেকট্রনিক প্রসেসিং সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট যন্ত্রে কার্ড সোয়াপ করলে আমাদের দফতরের সার্ভারে ফুটে উঠবে রেশন দোকানের কেনাবেচার তথ্য। এতে স্বচ্ছতা বাড়বে।

সুজনবাবু সাংবাদিকদের বলেন, আমরা আজ মুখ্যমন্ত্রীকে জানিয়েছি গীতাঞ্জলী আবাসন প্রকল্প, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল বা এ রকম নানা প্রকল্পে বিরোধী জনপ্রতিনিধিদের আমল দেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট মন্ত্রী ও বিধানসভায় এগুলি জানিয়েও সুরাহা হচ্ছে না। পঞ্চায়েত ভোটের পর আমাদের কিছু স্থানীয় নেতাকে পুলিশ হুমকি দিয়ে বলছে শাসক পক্ষে নাম না লেখালে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এ ভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় না।

মুখ্যমন্ত্রী নির্দিষ্ট অভিযোগ থাকলে সেগুলি জানাতে বলেনয়বাম প্রতিনিধিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *