কলম্বো, ২৭ জুলাই (হি.স.) : এবার আচরণবিধি ভঙ্গের দায়ে শ্রীলঙ্কার ওপেনার দনুষ্কা গুনতিলকেকে ছ’ম্যাচের জন্য নির্বাসনে পাঠাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড৷ বল বিকৃতির দায়ে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দীনেশ চান্দিমল, কোচ চন্দিকা হাতুরুসিংহে ও টিম ম্যানেজার আসাঙ্কা গুরুসিংহকে আগেই নির্বাসিত করেছে আইসিসি
গত এক বছরে এই নিয়ে তৃতীয়বার শৃঙ্খলাভঙ্গের দায়ে পড়লেন ২৭ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটসম্যান৷ যার বড়সড় মূল্য চোকাতে হল তাঁকে৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন শৃঙ্খলা জনিত কারণে অনির্দিষ্ট কালের জন্য গুনতিলকেকে মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা বোর্ড৷ ফর্মে থাকা সত্ত্বেও তাঁকে একদিনের সিরিজের দলে বিবেচনা করা হয়নি৷
শুক্রবার তদন্ত প্রক্রিয়া শেষে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে তরুণ ওপেনারের গুনতিলকের বিরুদ্ধে শাস্তির কথা ঘোষণা করা হয়৷ শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে তাঁকে ছ’টি আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দল থেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷