BRAKING NEWS

বালতাল রুট আপাতত বন্ধ, জম্মু থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন ১,২৮২ জন তীর্থযাত্রী

জম্মু, ২৪ জুলাই (হি.স.): বিগত কয়েক দিনের মতো মঙ্গলবারও জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলেন অনন্তপক্ষে ১,২৮২ জন তীর্থযাত্রী| বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হয়েছে জুন মাসের ২৮ তারিখ থেকে, মঙ্গলবার পর্যন্ত ২.৪৫ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| মঙ্গলবার অমরনাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরও ১,২৮২ জন তীর্থযাত্রী|
শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক আধিকারিকের কথায়, কড়া নিরাপত্তা বেষ্টনীতে মঙ্গলবার ভোরে জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ১,২৮২ জন তীর্থযাত্রী| ১,২৮২ জন তীর্থযাত্রীদের মধ্যে অধিকাংশ তীর্থযাত্রী পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাকি তীর্থযাত্রীরা বালতাল বেসক্যাম্প অভিমুখে রওনা দিয়েছেন| উল্লেখ্য, শ্রাবণ পূর্ণিমার পুন্যাতিথিতে আগামী ২৬ আগস্ট সমাপ্ত হবে বার্ষিক অমরনাথ যাত্রা|
এমতাবস্থায় বালতাল রুট থেকে সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হল অমরনাথ যাত্রা| এছাড়াও বালতাল থেকে হেলিকপ্টার পরিষেবাও সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে| তবে, পহেলগাঁও রুট থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তীর্থযাত্রীরা| প্রশাসন সূত্রের খবর, সোমবার রাতের প্রবল বর্ষণের কারণে বালতাল রুট থেকে অমরনাথ যাওয়ার পথ পিছল হয়ে গিয়েছে| সেই কারণে সাময়িকের জন্য বালতাল রুট থেকে অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে| সাময়িকের জন্য বন্ধ রাখা হয়েছে হেলিকপ্টার পরিষেবাও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *