BRAKING NEWS

আগ্রায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৫

আগ্রা, ২৪ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন আরও একজন| সবমিলিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও অন্ততপক্ষে ৮ জন ঝলসে গিয়েছেন, গুরুতর জখম অবস্থায় ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোমবার রাত ন’টা নাগাদ আগ্রার ইরাদতনগর থানার অন্তর্গত ডার্কি গ্রামে অবস্থিত একটি বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়| জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে ডার্কি গ্রামের বাসিন্দা হিম্মত সিং-এর বাড়ি|

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে সন্নিহিত বেশ কয়েকটি বাড়ি| গ্রামবাসীরা হিম্মত সিং-এর বাড়িতে ছুটে এসে দেখেন গোটা ঘর তছনছ অবস্থায় রয়েছে, আগুনে ঝলসে বেশ কয়েকজন ঘরের ভিতরেই পড়ে রয়েছেন| অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নীধি শ্রীবাস্তব জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে, এছাড়াও জখম হয়েছেন পাঁচজন| যদিও ডার্কি গ্রামের প্রধান রবি দাবি করেছেন, মৃতের সংখ্যা হল পাঁচজন| মৃতদের নাম হল, গিরিরাজ সিং (৬১), কমল সিং (৪৫), মহাবীর সিং (৪৫) এবং ওম প্রকাশ (২৭)| একজনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| জখম হয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে পাঁচজন হলেন-রিঙ্কি (১৪), রাজবীর, মমতা, মহেন্দ্র এবং ঝুনি লাল| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাতে রান্নার করার সময় গ্যাস লিকেজ হওয়ার কারণেই সম্ভবত এই বিস্ফোরণ| মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *