নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.) : লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর ভাষণের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করে সংসদের মান ক্ষুন্ন করেছেন রাহুল গান্ধী | এমনটাই মনে করেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।তিনি বলেন, এমন আচরণ সংসদে চলতে পারে না | প্রধানমন্ত্রী পদের সম্মান, সভার গরিমা আছে, তা মেনে চলা উচিত,

শুধু নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরাই নয়, রাহুল যখন নিজের আসনে ফিরে গিয়ে চোখ মারেন, সেটাও সভার মর্যাদার সঙ্গে মানানসই, সঙ্গতিপূর্ণ হয়নি বলে অভিমত জানিয়েছেন স্পিকার। প্রধানমন্ত্রী পদের সম্মান, সভার গরিমা আছে, তা মেনে চলা উচিত ।
শুক্রবার, টিডিপির আনা অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে বক্তব্য পেশ করে নরেন্দ্র মোদী সরকারকে নানা ইস্যুতে আক্রমণ করার পর অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে গিয়ে রাহুল গান্ধী বলেন, আপনাদের মনে আমার প্রতি ঘৃণা আছে। আপনি আমায় পাপ্পু বলতে পারেন, আরও অনেক গালাগাল করেও ডাকতে পারেন, কিন্তু আমার ভিতরে আপনার সম্পর্কে কোনও ঘৃণা, বিদ্বেষ নেই। এ কথা বলেন সোজা হেঁটে গিয়ে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেন তিনি। এরপর নিজের আসনের ফিরে বাঁদিকে মুখ ঘুরিয়ে চোখ মারেন কংগ্রেস সভাপতি৷ কাকে চোখ মেরেছেন তা বোঝা না গেলেও যেদিকে ঘাড় ঘুরিয়ে ছিলেন ওই দিকে বসে ছিলেন মা সোনিয়া গান্ধী৷ আজকের অনাস্থা প্রস্তাবের আলোচনা মধ্যে কংগ্রেস সভাপতির এমন আচরণের সমালোচনা করেন স্পিকার।