নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা গণপিটুনির ঘটনা থামানোর দায় রাজ্য সরকারের| বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| গণপিটুনির ঘটনায় বৃহস্পতিবার স্বরাষ্ট্রমমন্ত্রী রাজনাথ সিং লোকসভা বলেছেন, ‘ওই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক| সম্প্রতি এই বিষয়ে আমার সুপারিশও করেছি| সোশ্যাল মিডিয়া মারফত ভুয়ো খবর এবং গুজব ছড়িয়ে দেওয়া অন্যতম প্রধান কারণ|’
গণপিটুনি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস| স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে লোকসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা| স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, ‘গণপিটুনি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি সন্তোষজনক ছিল না| এই কারণে লোকসভা থেকে ওয়াকআউট করেছি আমরা| এটা কোনও পিং পিং খেলা নয়|’