BRAKING NEWS

স্পীড টেস্ট করার নামে বাইক নিয়ে চম্পট ক্রেতা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ জুলাই৷৷ বাইক কিনতে গিয়ে স্পীড টেস্ট করার নাম করে বাইক ছিনতাই করে পালিয়ে গেল এক যুবক৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশালগড়ে হৈইচৈই পড়ে গিয়েছে৷ এই ব্যাপারে বাইকের মালিক বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেছেন৷ ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড়ের বাসিন্দা মহম্মদ রিপন খান তার টিআর-০৭-৪৯১৫ নম্বরের বাইকটি বিক্রি করবে বলে একটি অনলাইন কেনাবেচা সংস্থায় বিজ্ঞাপন দিয়েছিলেন৷ সেই মোতাবেক খদ্দেরের সাথেও কথা হয়৷ ঐ খদ্দের তার ফেইসবুক একাউন্ট দিয়ে যোগাযোগ করে বাইকের মালিকের সাথে৷ ফেইসবুক একাউন্ট মোতাবেক খদ্দেরের নাম সৌরভ দেববর্মা৷ বাড়ি টাকারজলা এলাকায়৷ সোমবার বিকাল সাড়ে তিনটা নাগাদ সৌরভ দেববর্মা বাইক কেনার জন্য বিশালগড় ব্রিজ সংলগ্ণ গোলাঘাটি যাওয়ার রাস্তার মোড়ে আসে৷ সেখানে বাইক নিয়ে হাজির হয় মালিক রিপন খান৷ বাইকের স্পীড টেস্ট করার নাম করে চাবি নিয়ে বাইক চালিয়ে দেখতে চায় সৌরভ৷ বাইকে বসে স্টার্ট দিয়ে একটু এগিয়ে গিয়ে আচমকা মাত্রারিক্ত স্পীড দিয়ে সৌরভ নামের ঐ যুবক পালিয়ে যায়৷ প্রায় কুড়ি মিনিট ধরে অপেক্ষা করতে থাকে রিপন খান৷ সৌরভ ফিরে না আসায় তার সন্দেহ হয়৷ তখন বিষয়টি আশেপাশের লোকজনকেও জানায়৷ সকলের পরামর্শ নিয়ে রিপন খান গোটা বিষয়টি জানিয়ে বিশালগড় থানায় একটি এফআইআর করে ঐ সৌরভ দেববর্মার বিরুদ্ধে৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ কিন্তু, রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ সৌরভ দেববর্মা কিংবা বাইক কোনটিরই হদিশ পায়নি৷ অভিনব এই ছিনতাইয়ের ঘটনায় গোটা বিশালগড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *