
সোমবার মাইক্রো ব্লোগিং সাইট ট্যুইটারে তেজস্বী যাদব লেখেন, বিহার এবং গণধর্ষণ এখন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই জঙ্গল রাজ নিয়ে আলোচনা হচ্ছে না। নীতীশকাকু লুঠেরাদের সরকার চালাচ্ছে। ধর্ষণ এবং অপরাধ বেড়ে যাওয়ার জন্য এদের লজ্জা হওয়া উচিত।
প্রসঙ্গত, শনিবার রাতে বিহারের ভোজপুর জেলায় এক দলিত মহিলাকে প্রথমে পিটিয়ে পরে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় ওই দলিত মহিলার মৃত্যু হয়। এই ঘটনার জেরে গোটা রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের নিন্দায় সরব হয় বিরোধীরা। একটি সংবাদপত্রের খবরের অংশ পোস্ট করে তেজস্বী যাদব ট্যুইটে লেখেন, ‘ধর্ষণকারী এবং গুন্ডাদের আশ্রয় দিচ্ছে বিজেপির নেতৃত্বে থাকা নীতীশ সরকার।