নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ গভীর জঙ্গলে এক তরুনীর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ অবাক করার বিষয় হল, মৃতদেহটি হাত পা বাঁধা অবস্থায় লুঙ্গায় উদ্ধার হয়েছে৷ স্থানীয় জনগণ জঙ্গলে বাঁক করুল সংগ্রহে গেলে লুঙ্গার জলে অজ্ঞাত পরিচয় ঐ তরুনীর মৃতদেহ দেখতে পান৷ জানা গিয়েছে, উত্তর জেলার পেঁচারথল থানার অধীন ঢেপাছড়ায় ঐ তরুনীর মৃতদেহ উদ্ধার হয়েছে৷
2018-07-14