BRAKING NEWS

পৃথক সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত পাকিস্তান : তীব্র নিন্দা আমেরিকার

ওয়াশিংটন, ১৪ জুলাই (হি.স.): পাকিস্তানের বালোচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পৃথক সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করল আমেরিকা। আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। ভোটের আবহে, শুক্রবার ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয় পাকিস্তান। দু’টি পৃথক হামলায় প্রার্থী-সহ শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও অন্ততপক্ষে ১৮০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পাকিস্তানে জোড়া হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আই এস ) জঙ্গি সংগঠন। পৃথক সন্ত্রাসবাদী হামলার প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা করেছে আমেরিকা। ইউএস স্টেট ডিপার্টমেন্টের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘পাকিস্তানী জনগণকে তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য, এই ধরণের কাপুরুষোচিত হামলা।’ পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে আমেরিকা।

শুক্রবার সবথেকে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে। মাসতুং জেলায় এক নির্বাচনী জনসভায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২৮ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বালোচিস্তান আওয়ামি পার্টি (বিএপি)-র প্রার্থী সিরাজ রাইসানি আছেন। জখম হয়েছেন আরও অন্তত ১৫৩ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, বালোচিস্তানে হামলার প্রাক্কালে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে জামিয়াত-ই-উলেমা ইসলাম (এফ)-এর বিশিষ্ট রাজনৈতিক নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী আকরাম খান দুরানির কনভয়ে সন্ত্রাসবাদী হামলায় ৫ জন প্রাণ হারিয়েছেন। জখম আরও অন্তত ৩৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *