BRAKING NEWS

প্রণবের পরে রতন টাটা, ভাগবতের সঙ্গে একই মঞ্চে দেখা যেতে পারে বিশিষ্ট এই শিল্পপতিকে

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পর এবার দেশের প্রথম সারির শিল্পপতি রতন টাটা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সঙ্গে এবার একই মঞ্চে দেখা যেতে পারে বিশিষ্ট শিল্পপতি রতন টাটাকে। আগামী ২৪ আগস্ট আরএসএস-পরিচালিত সংগঠন ‘নানা পালকর স্মৃতি সমিতি’-র একটি অনুষ্ঠানে রতন টাটা উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে, যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
মুম্বইতে টাটা মেমোরিয়াল সেন্টারের কাছেই রয়েছে ‘নানা পালকর স্মৃতি সমিতি’-র দশতলা বাড়ি। এই সংগঠন মূলত রোগীদের বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে।
উল্লেখ্য, আরএসএস-এর সঙ্গে রতন টাটার ঘনিষ্ঠতা অতীতেও দেখা গিয়েছে। নাগপুরে সঙ্ঘের সদর কার্যালয়েও গিয়েছেন টাটার কর্ণধার। ২০১৬ সালের ডিসেম্বরে সেই নাগপুর সফরের সময়ে মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎও হয় রতন টাটার। কিন্তু, এই প্রথম বার কোনও প্রকাশ্য অনুষ্ঠানে এক মঞ্চে পাশাপাশি দেখা যেতে পারে ভাগবত ও টাটাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *