BRAKING NEWS

সিবিএসই নয়, এবার থেকে নিট, জেইই পরীক্ষা নেবে এনটিএ

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন) নয়, এবার থেকে নিট, জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা, ইউজিসি নেট এবং সিম্যাট পরীক্ষার পরিচালনা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)| সমস্ত পরীক্ষা এবার থেকে কম্পিউটারের মাধ্যমেই নেওয়া হবে| শনিবার অবহিত করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর|
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর এদিন জানিয়েছেন, এবার থেকে নিট, জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা, ইউজিসি নেট এবং সিম্যাট পরীক্ষা পরিচালনা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)| সমস্ত পরীক্ষা এবার থেকে কম্পিউটারের মাধ্যমেই নেওয়া হবে| বিভিন্ন তারিখে পরীক্ষা গুলি নেওয়া হবে| জাভড়েকর জানিয়েছেন, নিট এবং জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা বছরে দু’বার নেওয়া হবে| জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা (জেইই) নেওয়া হবে জানুয়ারি এবং এপ্রিল মাসে, পাশাপাশি নিট পরীক্ষা নেওয়া হবে ফেব্রুয়ারি এবং মে মাসে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *