BRAKING NEWS

ল’ কমিশনের ডাকা বৈঠকে এক দেশ এক নির্বাচন বিধির বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): এক দেশ এক নির্বাচন বিধি বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস। শনিবার রাজধানী দিল্লিতে আয়োজিত ল’ কমিশন বা আইন কমিশনের বৈঠকে প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিধির বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিজেপির জোটসঙ্গী গোয়া ফরওয়ার্ড পার্টিও এর বিরোধিতা করে।
পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী এদিন রাজধানী দিল্লিতে ল’ কমিশন ডাকা সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস সহ দেশের বহু রাজনৈতিক দল। আলোচনার মূল বিষয় ছিল এক দেশ এক নির্বাচন বিধি নিয়ে। ওই সভায় এক দেশ এক নির্বাচন বিধির বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস। বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই ধারণাটি সংবিধান এবং গণতন্ত্রের পরিপন্থী। যদি কেন্দ্রে এবং কোনও একটি রাজ্যে জোট সরকার এক থেকে দুই বছরের মধ্যে পড়ে যায় তবে তখন কি হবে? তখন কি গোটা দেশে ফের নির্বাচন অনুষ্ঠিত হবে?’
একই সঙ্গে কেন্দ্র এবং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হলে জনগণের টাকা বেঁচে যাবে। এর উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আর্থিক বিষয়ের থেকেও বেশি গুরুত্ব সংবিধান এবং গণতন্ত্রকে দেওয়া উচিত।
তৃণমূল কংগ্রেস ছাড়াও এক দেশ এক নির্বাচন বিধির বিরোধিতা করে গোয়া ফরওয়ার্ড পার্টি। দলের হয়ে বিজয় সরদেশাই বলেন, গোয়ায় আমরা বিজেপির জোটসঙ্গী থাকলেও আমরা এর বিরোধিতা করছি। এই বিধি চালু হলে আঞ্চলিক দলগুলির কণ্ঠরোধ করা হবে।
এই বৈঠকে অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলি উপস্থিত ছিল তারা হল সিপিআই, ইউডিএফ, শিরোমণি অকালি দল, এআইএডিএমকে, ইণ্ডিয়ান ইউনিয়ন মুসলিম সহ একাধিক রাজনৈতিক দল এই বৈঠকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *