BRAKING NEWS

দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ৩ বিক্ষোভকারী

শ্রীনগর, ৭ জুলাই (হি.স.): জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত তিন বিক্ষোভকারী। শনিবার সকালে গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার রেডওয়ানির হাউরায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
সামরিক পরিভাষায় এই ধরণের তল্লাশি অভিযানকে কর্ডন অ্যান্ড সার্চ (কেসো) বা ঘিরে ধরে তল্লাশি অভিযান চালানো বলা হয়। গোটা এলাকাটি ঘিরে ধরে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। হাউরার ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ ঠেকাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু উত্তেজিত ও বিক্ষোভরত জনতা তল্লাশি চালানো নিরাপত্তাবাহিনীর জওয়ানদের লক্ষ্য করে অবিরাম ধারায় পাথর ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শূন্যে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও আত্মরক্ষার কারণে বিক্ষোভরত জনতার দিকে লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তাবাহিনী। নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত বছর ১৬-র এক কিশোরী সহ তিন।
প্রশাসনের তরফে নিহতদের নাম জানা গিয়েছে। নিহতরা হলেন শাকির আহমেদ(২২), ইরশাদ মাজিদ(২০), আন্দলিব(১৬)। নিহতরা প্রত্যেকেই হাউরার বাসিন্দা। পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভরত জনতার মধ্যে সংঘর্ষে গুরুতর আহত ১০। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কুলগাম, অনন্তনাগে, সোপিয়ান, পুলওয়ামা মোবাইল এবং ইণ্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *