
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পারিগাম গ্রামে অবস্থিত হানিফা মসজিদে প্রার্থনার জন্য গিয়েছিলেন বিজবেহারার বাসিন্দা মৌলবী মহম্মদ আশরাফ ঠোকার| সকালের প্রার্থনা শেষে মসজিদ থেকে বেরোতেই ইমামকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| সন্ত্রাসবাদী হামলায় গুলিবিদ্ধ হন ইমাম মহম্মদ আশরাফ ঠোকার| হামলা চালানোর পরই সুযোগ বুঝে পালিয়ে যায় সন্ত্রাসবাদীরা| গুলিবিদ্ধ অবস্থায় ইমামকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়েছে|