BRAKING NEWS

আবারও সাফল্য নিরাপত্তা বাহিনীর, ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম তিনজন মাওবাদী

রায়পুর, ৬ জুলাই (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায়, দান্তেওয়াড়া-সুকমা সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে তিনজন মাওবাদী| মাওবাদী দমন অভিযান চলাকালীন পাল্টা হামলায় আহত হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রের খবর পাওয়া যায় দান্তেওয়াড়া জেলায়, দান্তেওয়াড়া-সুকমা সীমান্তে (রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে) কাটেকল্যাণ থানার অন্তর্গত জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং জেলা পুলিশের যৌথ বাহিনী|
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (ডিআইজি) সুন্দররাজ পি জানিয়েছেন, মাওবাদী দমন অভিযান চলাকালীন পেডাডাব্বা গ্রামের সন্নিকটে জঙ্গল সংলগ্ন এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| তখনই মাওবাদীরা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটায়| এরপরই শুরু হয় গুলির লড়াই, দীর্ঘ অভিযানে খতম হয়েছে তিনজন মাওবাদী| মাওবাদী দমন অভিযান চলাকালীন পাল্টা হামলায় আহত হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর একজন জওয়ান| শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *