নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.) : সোশ্যাল মিডিয়ায় ছেলেধরা সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দেশের বিভিন্ন জায়গায় একের পর এক গণপিটুনির ঘটনা অাটকাতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে ব্যবস্থা নেওয়ার কথা বলল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উপদেশ দেওয়া হয়েছে। ছেলেধরা সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ছে কি না তার উপর নজর রাখতে হবে এবং এর মোকাবিলা করার জন্য দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যে সমস্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে, সেগুলি চিহ্নিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিতে হবে। মানুষের মধ্যে সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে হবে। মানুষের আস্থা অর্জনের জন্য শিশু চুরি বা অপহরণের অভিযোগের উপযুক্ত তদন্ত করতে হবে।’ সম্প্রতি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমন গুজব যাতে আগামীদিনে না ছড়ায়, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এদিন বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “হোয়াটসঅ্যাপের মত একটি প্ল্যাটফর্মকে ভুলভাল কাজে ব্যবহার করা হচ্ছে। এটা যথেষ্ট উদ্বেগের কারণ। এই উত্তেজক মেসেজগুলোর কারণে অনেকক্ষেত্রেই প্রাণহানি ঘটছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রকের নজরে বিষয়গুলো এসেছে।”
ভুয়ো মেসেজ ছড়ানোর জন্য ঠিক কেমন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, তা ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে। পাশাপাশি এই মেসেজগুলোর হাত থেকে কীভাবে রেহাই পাওয়া যায়, তারও একটা রাস্তা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গ, অসম, মহারাষ্ট্র, ত্রিপুরা, চেন্নাইয়ের মত রাজ্যগুলিতে গণপিটুনির ঘটনা ঘটেছে। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে গুজব ছড়িয়ে পড়া রোখা যায়, তার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এবার রাজ্য সরকারগুলিকেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে, ছেলেধরা সন্দেহে ৫ জনকে পিটিয়ে মারে গ্রামবাসীরা। ঘটনাটি মহারাষ্ট্রের ধুলে জেলার। পুলিশের বক্তব্য, ছেলেধরা চক্রের সদস্য সন্দেহে গ্রামবাসীরা ওই পাঁচজনকে পিটিয়ে মারা হয়। রাইনপদা গ্রামে ওই পাঁচজন এবং আরও কয়েকজন বাস থেকে নামেন। একজন গিয়ে এক শিশুর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। শিশুর সঙ্গে কথা বলতে দেখে পাঁচজনকে ঘিরে ফেলে তারা। এরপর ছেলেধরা সন্দেহে ওই পাঁচজনকে মারধর শুরু হয়। মহারাষ্ট্রের ধুলে জেলায় ছেলেধরা সন্দেহে পাঁচজনকে পিটিয়ে মারার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার এম রামকুমার জানিয়েছেন, ধৃতের নাম মহারু পাওয়ার (২২)। তাকে নন্দুরবার জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা তাকে খুঁজে বার করে গ্রেফতার করেছেন।এরপর চারদিন আগে গুজরাটের আমেদাবাদে এক ভিখারিনিকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারে স্থানীয়রা। গত বৃহস্পতিবার ত্রিপুরায় দু’জনকে পিটিয়ে মারা হয়।