BRAKING NEWS

জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মনমোহন সিংয়ের বাড়িতে বৈঠক কংগ্রেসের

নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে বৈঠকে বসে কংগ্রেসের কোর কমিটি। বৈঠকে উপত্যকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের কি রণনীতি হবে তা নিয়ে আলোচনা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা করণ সিং, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, জম্মু ও কাশ্মীরে দলের দায়িত্বে থাকা অম্বিকা সোনি এবং জম্মু ও কাশ্মীর প্রদেশ সভাপতি গুলাম আহমেদ মীর। বৈঠকে পর সাংবাদিকদের অম্বিকা সোনি জানিয়েছেন, আমরা জম্মু ও কাশ্মীরে দ্রুত নির্বাচন চাইছি। এই বিষয়ে আমাদের দলীয় নেতৃত্ব আগেও একই দাবি করেছিল। কংগ্রেসের সঙ্গে পিডিপির জোট হবে কিনা সেই বিষয়টি এড়িয়ে গিয়েছে অম্বিকা সোনি।
প্রসঙ্গত, উপত্যকায় বিজেপি-পিডিপি জোট ভেঙে যাওয়ার পর রাজ্যপাল শাসন জারি করা হয়েছে। এরপর উপত্যকায় নির্বাচনের জন্য সরব হয়ে ওঠে কংগ্রেস। চলতি সপ্তাহেই শ্রীনগরে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসবে কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *