নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ নতুন সরকারের প্রস্তাবিত বাজেটে আগামীদিনে রাজ্যের সর্বনাশের আভাষ মিলেছে৷ বিভিন্ন ক্ষেত্রে এবছর বরাদ্দ কমিয়েছে রাজ্য সরকার৷ তেমনি জ্বালানীতে কর বৃদ্ধির পাশাপাশি সেস যুক্ত করা হয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বাজেটের সমালোচনায় একথা বলেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায়৷
তাঁর কথায়, শিক্ষা, গ্রামোন্নয়ন, কৃষিতে গত বছরের তুলনায় বরাদ্দ কমিয়েছে নতুন সরকার৷ রেগাতেও বাজেটে জনগণের জন্য তেমন কোন কিছুই প্রতিফলিত হয়নি৷ ফলে, গ্রামীণ অর্থনীতি ধাক্কা খাবে বলে দাবি তাঁর৷ সাথে যোগ করেন, পেট্রোল, ডিজেল ও গ্যাসের বিক্রয়কর বৃদ্ধি হলে মধ্যবিত্তের ঘাড়ে বোঁঝা বাড়বে৷ পেট্রোল ও ডিজেলে সেস যুক্ত করারও প্রস্তাব রেখেছে নতুন সরকার৷ তাতে, মধ্যবিত্তের আরো বোঁঝা বাড়বে বলে দাবি করেন তিনি৷ তাই তাঁর দৃঢ় বিশ্বাস, এই বাজেটে আগামীদিনে রাজ্যের সর্বনাশ হবে৷ তার আভাষ পাওয়া গিয়েছে৷