
সারদা কেলেঙ্কারিকাণ্ডে চিদম্বরমের স্ত্রীর নাম প্রথম উঠে আসে সারদার কর্ণধার সুদীপ্ত সেনের একটি চিঠিতে| সুদীপ্ত সেন-এর চিঠিতে স্পষ্টতই জানানো হয়েছিল যে, সারদা অ্যাকাউন্ট থেকে নলিনীকেও টাকা দেওয়া হয়| অভিযোগ, সারদা একটি টিভি চ্যানেল কেনার সময় ১ কোটি টাকার বিনিময়ে মধ্যস্থতা করে নলিনী| তাঁর অ্যাকাউন্টে লেনদেনেও কিছু গলদ নজরে এসেছিল ইডি-র|