BRAKING NEWS

লামডিং-বদরপুর পাহাড় লাইনে ধস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বহু ট্রেনের চলাচল বাতিল

গুয়াহাটি, ১৪ জুন (হিঃস)৷৷ ধারা বর্ষণ ও ঘন ঘন ধসে বিপর্যস্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং-বদরপুর পাহাড় সেকশনে সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে৷ দাউটোহাজো-ফাইডিং, ফাইডিং-মাহুর, জাটিঙ্গালামপুর-নিউ হারাঙ্গাজাওয়ে ভূমিধসের ফলে বন্ধ করা হয়েছে রেল চলাচল৷ তাছাড়া লামডিং তেকে হাফলংগামী রেল সড়কের ডিহাখু স্টেশনের কাছে তিন নম্বর, নয় এবং দশ নম্বর সুরঙ্গের ভিতরের রেললাইন বিধবস্ত হয়েছে ভূমিধসের ফলে৷ আজ ভোররাত প্রায় ১৩০ থেকে ৩৩০ মিনিট পর্যন্ত এই সব এলাকায় পাহাড়ি মাটির ধস নামে৷ ওই রুটের ধস-বিধবস্ত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের কাজ চলছে৷ উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গেছে, ধসের ফলে ওই রুটে চারটি ট্রেন চলাচল বাতিল করে মাঝপথে আটকে রাখা হয়েছে৷ এগুলি যথাক্রমে ২৫৬৫৭ শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ তাছাড়া ৫৫৬১৬ গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করা হয়েছে৷ তবে ২৫৬৫৭ শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ বৃহস্পতিবার ভোর ৫১৭ মিনিট থেকে লামডিং জংশনে আটকে রাখা হয়েছে৷ শিয়ালদা-শিলচর, শিলচর-শিয়ালদা ট্রেন লামডিং থেকেই যাতায়াত করবে৷ তাছাড়া, ১১৫৬৫৮ আগরতলা-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বাতিল করা হয়েছে৷ এই ট্রেন ধস প্রভাবিত পাহাড় লাইনের ওপারে বদরপুর জংশনে আটকে রাখা হয়েছে৷ ধস প্রভাবিত পাহাড়ের মাঝপথে কোনও ট্রেন আটকে রাখা হয়নি এবং যাত্রী বা ট্রেনেরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে জানানো হয়েছে৷ খবর পাওয়া গেছে, জাটিঙ্গালামপুর-নিউ হারাঙ্গাজাও রুটে প্রায় ২০০ মিটার রেলওয়ে ট্র্যাক কাদাজলের তোড়ে বিধবস্ত হয়ে গেছে৷ তাছাড়া বেশির ভাগ জায়গায় রেল লাইনে নীচের মাটি ধুয়ে নিয়ে গেছে পাহাড়ি জলের স্রোত৷

গতকাল রাতে লামডিঙের ডিআরএম যাচ্ছিলেন শিলচর৷ ভূমিধসের ফলে তিনি আটকে পড়েন নিউ হাফলঙে৷ ফলে তিনি নিজে সেখানে অবস্থান করে গোটা সারাইকার্য তদারকি করছেন৷ গত কয়েকদিন দরে লাগাতার বৃষ্টির ফলে নবনির্ির্মত সংশ্লিষ্ট পাহাড়ি রেললাইনের বেশ কয়েক জায়গা বিধবস্ত হয়ে গেছে৷ কোথাও ট্র্যাকের ওপর পাহাড়ের মার্টির ধস নামে, কোথাও ট্র্যাকের নীচে থেকে মাটি সরে গেছে৷ ফলে সে-সব সারাইয়ে কঠিন সমস্যার মুখে পড়েছেন রেলের ইঞ্জিনিয়াররা৷ ওই রুটের ধস-বিধবস্ত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের কাজ শুরু হয়েছে৷ এদিকে আচমকা পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় লামডিং রেলওয়ে জংশনকে উত্তাল করে তুলেছেন যাত্রী৷ তাঁদের বেশিরভাগ শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, মিজোরাম, ত্রিপুরার যাত্রী৷ লামডিং রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ট্রেন যাত্রীদের পর্যাপ্ত সুবিধা না দেওয়ার অভিযোগে পরিস্থিতি উত্তাল হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *