বোঁঝা অনেক, শিক্ষার হাল ফেরাতে দিশা খঁুজছে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে বর্তমান সরকারের কালঘাম ছুটছে৷ প্রধানত, পূর্বতন সরকারের রেখে যাওয়া বোঝা বহন করাই মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ চাকুরিচূ্যত শিক্ষকদের পাশাপাশি এমন আরো অনেক জ্বলন্ত সমস্যা রয়েছে যার সমাধান আদৌ খঁুজে বের করা যাবে কিনা সন্ধিহান শিক্ষাদপ্তর৷ তবে, বোঁঝা নামাতে দিশা খঁুজছে রাজ্য সরকার৷

এখন সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে চাকুরিচূ্যত শিক্ষকদের নিয়ে৷ ১০৩২৩ জন চাকুরিচূ্যত শিক্ষকদের মধ্যে এডহক ভিত্তিতে কর্মরত রয়েছেন ৯৮৪৫ জন৷ রাজ্য সরকারে তাদের চাকুরির মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছে সুপ্রিমকোর্টে৷ এছাড়া সর্বশিক্ষা প্রকল্পের অধিন ৫৪৭৮ জন শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়টিও ভাবাচ্ছে রাজ্য সরকারকে৷ মূলত, শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পে নিযুক্ত শিক্ষকদের নিয়েই দুশ্চিন্তায় পড়েছে রাজ্য সরকার৷ সর্বশিক্ষা প্রকল্পের পাশাপাশি রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানেও ২৫৬জন শিক্ষকের নিয়মিত করণের বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে৷ তাছাড়া সর্বশিক্ষা অভিযান এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অন্তর্গত প্রায় ৫ শতাধিক অশিক্ষকদেরও ৫ বছর পূর্ণ হলেই নিয়মিত করণের বিষয়টি দেখা দেবে৷

এদিকে বিজ্ঞান স্নাতক ৯৬১ জন শিক্ষকেরও ৫ বছর পূর্ণ হতে চলেছে৷ তাদেরও নিয়মিতকরণের বিষয়টি শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারকে সংকটে ফেলতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল৷ শিক্ষা দপ্তরের জনৈক পদস্থ আধিকারিক জানিয়েছেন, পূর্বতন সরকারের আমলে ১২ জন বিজ্ঞান স্নাতক শিক্ষক পদে চাকুরির জন্য উচ্চ আদালতে মামলায় জয়ী হয়েছেন৷ ওই মামলার রায়ে উচ্চ আদালত তৎকালীন রাজ্য সরকারকে ১২ জন বিজ্ঞান স্নাতকদের চাকুরি দেওয়া নির্দেশ দিয়েছিলেন৷ রাজ্য সরকারও আদালতে মুচলেকা দিয়ে জানিয়েছিলো শিক্ষা দপ্তরের বদলে অন্য দপ্তরে তাদের নিয়োগ করা হবে৷ কিন্তু এখন পর্যন্ত তাদের রাজ্য সরকারের অধীন কোন দপ্তরে নিয়োগ করা হয়নি৷ ফলে, আদালত অবমাননার বিষয়টি রাজ্য সরকারকে ভিষণ ভাবে চিন্তিত রেখেছে৷ ওই আধিকারিকের কথায়, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অন্তর্গত ছাঁটাই হওয়া ১৫৬ জন ল্যাব এসিসটেন্ট ও করনীকরা প্রায়ই চাকুরির জন্য ধর্না দিচ্ছেন৷ এছাড়া রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত সুকলগুলিতে প্রায় ২০০ জন শিক্ষক রয়েছে যাদের প্রয়োজনীয় যোগ্যতা নেই, অথচ তাদের নিয়মিত বেতনক্রম প্রদান করতেই হবে৷

এই সমস্ত বোঝা বহন করতে গিয়ে বর্তমান সরকার সঠিক দিশা খঁুজে পাচ্ছে না৷ তাঁদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের আগে৷ তাই প্রতিশ্রুতি পূরণে বর্তমান সরকার অনেকটাই চিন্তায় পড়েছে৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বক্তব্য, সরকার প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *