প্রতিবন্ধি শব্দের বদলে দিব্যাঙ্গজন শব্দ চালু করতে চাইছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ সরকারী কাগজপত্রে শারীরিক প্রতিবন্ধি শব্দের বদলে দিব্যাঙ্গজন শব্দ চালু করতে চাইছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাই তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিবকে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছেন৷ শুক্রবার রবীন্দ্রভবনে আয়োজিত সামাজিক অধিকারিতা দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি৷

এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সমাজের বিকলাঙ্গ ব্যক্তিদের সাধারণতঃ দয়ার দৃষ্টিতে দেখা হয়৷ এরফলে তাদের মধ্যে আত্মবিশ্বাস আসে না৷ আমাদের প্রথম কাজ তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা৷ যখন তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে তখন তাদের মধ্যেও কিছু করার স্পৃহা জাগবে৷ মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক যে নতুন আইন তৈরি করেছে তা আমাদের রাজ্যে শীঘ্র লাগু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে৷ আমাদের রাজ্যে মোট জনসংখ্যার প্রায় ২ শতাংশ দিব্যাঙ্গজন ব্যক্তি রয়েছেন৷ তাদের এই আইনের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে৷ আমাদের রাজ্যেও সুগম্য ভারত অভিযানের মাধ্যমে দিব্যাঙ্গজনদের জন্য সুগম্যের ব্যবস্থা তৈরি করা হবে৷

মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রীয় সরকার তাদের উন্নয়নে যে দিশাতে কাজ করছে আমরাও সেই দিশাতে তাদের সহায়তার পাশাপাশি তাদের সশক্তিকরণের কাজ করবো৷ রাজ্য সরকার বিভিন্ন স্কিমে দিব্যাঙ্গজনদের ৪০০ টাকা থেকে ১১০০ টাকা পর্যন্ত ভাতা দিচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের নতুন আইন অনুযায়ী আমরাও তাদের ভাতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করবো৷ রাজ্যের দিব্যাঙ্গজনদের কল্যাণে কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের মন্ত্রী থাওয়ার চান্দ গেহলট সব ধরণের সুযোগ-সুবিধা প্রদানের যে আশ্বাস দিয়েছেন তার জন্য মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ পাশাপাশি রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন কাগজপত্রে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী শব্দের পরিবর্তে দিব্যাঙ্গজন শব্দ চালু করার জন্য দপ্তরের সচিবের দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাগজপত্রে শারীরিক প্রতিবন্ধি শব্দের বদলে দিব্যাঙ্গজন শব্দ ব্যবহার করা হচ্ছে৷ কেন্দ্রের এই মহতি উদ্যোগ রাজ্যও অনুসরণ করবে, বলেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *