BRAKING NEWS

বিহারের পৃথক তিনটি জেলায় বজ্রাঘাতে প্রাণহানি, মৃত্যু ছ’জনের

পাটনা, ৮ জুন (হি.স.): বিহারের সহর্ষা, সমস্তিপুর এবং খাগারিয়া, পৃথক তিনটি জেলায় বজ্রাঘাতে প্রাণ হারালেন অন্তত ছ’জন| পৃথক তিনটি জেলায় বজ্রঘাতে বেশ কয়েকজন আহতও হয়েছেন| প্রশাসন সূত্রের খবর, খাগারিয়া জেলার পৃথক জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে তিনটি শিশু সহ মোট চারজনের| সিমরি বখিয়ারপুর-এর সাব ডিভিশনাল অফিসার জানিয়েছেন, কাদুয়া গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মণীশ (১০) এবং অবিনাশ (০৮) নামে দু’টি শিশুর| অপর একটি ঘটনায় তুর্কি গ্রামে বাজ পড়ে মৃত্যু হয়েছে রেণু কুমারী (১০) নামে এক বালিকার| এখানেই শেষ নয়, সালখুয়া থানার অন্তর্গত গোসপুর গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ১৭ বছর রাম সাগরের| বজ্রাঘাতে মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে|
অন্যদিকে, সমস্তিপুর জেলায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মুকেশ মাহাতো (১৬) নামে এক কিশোরের এবং আহত হয়েছে আশীষ কুমার (১৪) নামে এক কিশোর| বিহারের খাগারিয়া জেলায়, মান্সি থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে বিট্টু কুমারের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *