মর্মান্তিক ঘটনা মুজাফ্ফরনগরে, কালি নদীতে স্নান করতে নেমে মৃত্যু দুই মাদ্রাসা পড়ুয়ার

মুজাফ্ফরনগর, ৩ জুন (হি.স.): কালি নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক ঘটনা, উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে কালি নদীতে ডুবে মৃত্যু হল দুই কিশোরের| সার্কেল অফিসার হরিশ ভাদোরিয়া জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় কালি নদীতে স্নান করতে নামে মাদ্রাসার পড়ুয়া দুই কিশোর| স্নান করার সময় আচমকাই তাঁরা তলিয়ে যায়|

তৎক্ষণাৎ উদ্ধারকার্য চালান স্থানীয় বাসিন্দারা, পরে ঘটনাস্থলে আসে পুলিশও| অনেক খোঁজাখুজির পর কালি নদী থেকে দুই কিশোরের সংজ্ঞাহীন দেহ উদ্ধার হয়| হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকেই মৃত ঘোষণা করেন চিকিত্সকরা| মৃত দুই কিশোরের নাম হল, সাকিব (১১) এবং শাহবাজ (১২)| তাঁরা মাদ্রাসা পড়ুয়া ছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *