BRAKING NEWS

মহেশতলায় প্রত্যাশিত জয় তৃণমূল প্রার্থী দুলালের, উত্থান বিজেপির

মহেশতলা, ৩১ মে (হি.স.): প্রত্যাশা ছিলই, আর প্রত্যাশা মতোই দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস| পাশাপাশি মহেশতলায় উত্থান হল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র| মহেশতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ৬২,৭৬৫ ভোটে জয়ী হয়েছেন| ২১ রাউন্ড গণনা শেষে, তৃণমূলের দুলাল দাস পেয়েছেন ১,০৪,৮১৮টি ভোট| বিজেপির সুজিত ঘোষ পেয়েছেন ৪২,০৫৩টি ভোট এবং সিপিআই (এম)-এর প্রভাত চৌধুরী পেয়েছেন ৩০,৩৮৪টি ভোট| নোটা ৩,৭৪২| বিজেপির দ্বিতীয় স্থানে উঠে আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী সুজিত ঘোষ| তবে, প্রথম ও দ্বিতীয়ের মধ্যে ব্যবধান অনেকটাই|

পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই, গত সোমবার, ২৮ মে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়| ২ লক্ষ ৪৮ হাজার ৮৫৫ জন ভোটারের জন্য মোট ২৮৩টি বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া চলে| পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে হিংসার অভিযোগ উঠলেও, মহেশতলায় সেরকম কোনও সন্ত্রাসের অভিযোগ অবশ্য ওঠেনি| তবে, ইভিএম মেশিনের গন্ডগোলের খবর এসেছিল বিভিন্ন বুথ থেকে| বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বাটানগর গার্লস হাইস্কুলে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হয় মহেশতলা উপনির্বাচনের ভোটগণনা| উপনির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই মহেশতলায় এগিয়ে থাকে তৃণমূল কংগ্রেস| উল্লাস-আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকেরা| শুরু থেকে শেষ পর্যন্ত বরাবরই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী দুলাল দাস| আর সিপিআই (এম)-কে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করলেন বিজেপি প্রার্থী সুজিত ঘোষ| মহেশতলা বিধানসভা উপনির্বাচনে সিপিআই (এম) প্রার্থী প্রভাত চৌধুরী তৃতীয়স্থানে রয়েছেন| ২১ রাউন্ড গণনা শেষে, তৃণমূলের দুলাল দাস পেয়েছেন ১,০৪,৮১৮টি ভোট| বিজেপির সুজিত ঘোষ পেয়েছেন ৪২,০৫৩টি ভোট এবং সিপিআই (এম)-এর প্রভাত চৌধুরী পেয়েছেন ৩০,৩৮৪টি ভোট| উপনির্বাচনে জয় নিশ্চিত, এমন সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী দুলাল দাস বলেছেন, ‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়| মা-মাটি-মানুষের জয়| মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন, মানুষ তার ফল দিচ্ছে|’ তৃণমূল প্রার্থীর এই বিপুল পরিমাণে ভোট পাওয়ার নেপথ্যে রহস্যটা কি, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে দুলালবাবু বলেছেন, ‘রহস্যটি উন্নয়ন| গোটা পশ্চিমবঙ্গের মতো মহেশতলাতেও প্রচুর উন্নয়নের কাজ হয়েছে| তা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা ও আশীর্বাদে|’

২০১৬ সালে মহেশতলা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কস্তুরী দাস| কয়েকমাস আগে তাঁর অকাল প্রয়াণের কারণেই এই মহেশতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন| এই কেন্দ্রে এবারের প্রার্থী হলেন কস্তুরী দেবীর স্বামী দুলাল দাস| অন্যদিকে রয়েছেন বিজেপি প্রার্থী সুজিত ঘোষ ও সিপিআই(এম) প্রার্থী প্রভাত চৌধুরী| এই উপনির্বাচনে কোনও প্রার্থীই দেইনি কংগ্রেস| ইভিএম-এর মাধ্যমে হয় ভোটগ্রহণ| এবারের মহেশতলা বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে ৭২ শতাংশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *