BRAKING NEWS

সুকলগুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতে সমতা আনতে হচ্ছে ব্যাপক রদবদল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ সুকলগুলিতে ছাত্র-শিক্ষক সমতা আনতে প্রয়োজনীয় ব্যবস্থা আগামী ৩ জুনের মধ্যে চিহ্ণিত করার জন্য জেলা শিক্ষা আধিকারীক সহ শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারীকদের নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রী৷ শিক্ষক স্বল্পতা ও অতিরিক্ত শিক্ষকের তালিকা চুড়ান্ত করাই হবে শিক্ষা দপ্তরের আধিকারীকদের এখন একমাত্র লক্ষ্য, জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ প্রাথমিকভাবে জানা গেছে, পশ্চিম  ও খোয়াই জেলায়  বিদ্যালয় গুলিতে শিক্ষক সংখ্যা অনেক বেশি৷

মঙ্গলবার শিক্ষামন্ত্রীর অফিস কক্ষে বুনিয়াদি ও প্রাথমিক শিক্ষা অধিকর্তাদের পাশাপাশি শিক্ষা দপ্তরের ব্রাঞ্চ অফিসার এবং আট জেলার জেলা শিক্ষা আধিকারকদের নিয়ে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী৷ মূলত, প্রত্যেক জেলায় বর্তমানে কত শিক্ষক রয়েছেন সেই তালিকা চূড়ান্ত করার জন্য নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ এবিষয়ে তিনি জানিয়েছেন, প্রত্যেক জেলায় শিক্ষকের স্বল্পতা এবং অতিরিক্ত শিক্ষকের তালিকা তৈরি করতে হবে৷ শুধু তাই নয়, কোন সুকলে কতজন শিক্ষকের স্বল্পতা কিংবা অতিরিক্ত শিক্ষক রয়েছেন সেই তালিকাও বানাতে হবে৷ এমনকি কোনও একটি সুকলে দীর্ঘ সময় ধরে একজন শিক্ষক শিক্ষকতা করে চলেছেন সেই তালিকাও বানাতে বলা হয়েছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, শিক্ষক স্বল্পতা যেখানে রয়েছে সেখানে কোনও শিক্ষক কতবছর ধরে শিক্ষকতা করছেন সেই তালিকা বানাতে হবে৷ তাঁর বক্তব্য, রাজ্যের সুকলগুলিতে ছাত্র-শিক্ষকের সমতা ফিরিয়ে আনাই এখন একমাত্র লক্ষ্য৷ পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এমন শিক্ষকদেরও সঠিক মূল্যায়ন করতে হবে৷

শিক্ষামন্ত্রীর বক্তব্য, অবসরের ছয়মাস কিংবা এক বছর বাকি রয়েছে, এমনকি দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত এমন শিক্ষকদেরও চিহ্ণিত করতে বলা হয়েছে৷ যে সব জেলায় শিক্ষকরা সংখ্যায় বেশি রয়েছেন তার প্রকৃত হার নিরুপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে প্রথামিক ভাবে জানা গেছে, পশ্চিম এবং খোয়াই জেলায় শিক্ষক সংখ্যা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি৷ শিক্ষামন্ত্রী আগামী ৩ জুনের মধ্যে এই সংক্রান্ত সমস্ত রিপোর্ট চেয়েছেন৷ শিক্ষা দপ্তর এই রিপোর্টের ভিত্তি করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷ ধারনা করা হচ্ছে, সমতা ফিরিয়ে আনতে পশ্চিম ও খোয়াই জেলায় অনেক শিক্ষক দূর দুরান্তে বদলি হতে পারেন৷ সূত্রের খবর, খুব শীঘ্রই শিক্ষা দপ্তরে বড়সড় রদবদল ঘটানো হবে৷

এদিকে শিক্ষামন্ত্রী ওই রিপোর্ট পাওয়ার পর রাজ্যের সমস্ত সুকল ও  জেলা সফর করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *