রাস্তার মাথায় দুই গাড়ির সংঘর্ষে আহত চার

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৫ মে৷৷ শুক্রবার দুপুর একটা নাগাদ গকুলনগর রাস্তা মাথায় ডিআই ট্রাক ও ইকো গাড়ীর মোখমুখি সংঘর্ষে আহত চারজন৷ এদের মধ্যে গুরুতর আহত ২জন৷ জানা যায় টিআর০১৬-১৫৯৭ নম্বরে ডিআই ট্রাক আগরতলা থেকে বিশালগড়ের উদ্দেশ্যে দ্রুত গতিতে ছুটে যায়৷ রাস্তার মাথা এলাকায় পৌঁছাতেই টিআর০১একে-০৭২৪ নম্বরের ইকো গাড়িটি মোখমুখি সংঘর্ষ হয়৷ ঘটনাস্থলে আহত হয় ইকো গাড়ি চারজন৷ এদের মধ্যে গুরুতর আহত হন শুভজিৎ চক্রবর্তী, আক্সাম মিয়া৷  জানা যায় তাদের বাড়ী আগরতলা রাজনগর এলাকায়৷ ঘটনাস্থল থেকে তাদের বিশালগড় মহকুমার হাসপাতালে পাঠানো হয়৷ সেখান থেকে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ গুরুতর আহতদের বিশালগড় হাসপাতাল থেকে জিবিতে পাঠানো হবে বলে জানা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *