
এদিকে, চার বছর পূর্তিতে মোদী সরকারকে আক্রমণ করলেন বহুজন সমাজ পার্টি-র সুপ্রিমো মায়াবাতী| মায়াবতী বলেছেন, ‘সমস্ত দিক থেকে ব্যর্থ এই সরকার| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ণনা করেন, তিনি যা করেছেন তাই ঐতিহাসিক| আমি মনে করি, এই কারণে মোদী সরকারের আমলে জ্বালানির দাম ঐতিহাসিক পর্যায়ে পৌঁছে গিয়েছে|’ শুধু মায়াবতী নন, চার বছর পূর্তিতে মোদী সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা মনীশ তিওয়ারিও| মনীশ বলেছেন, ‘‘গত চার বছরের সারাংশ হল ‘আমার ভাষণই আমার প্রশাসন’|’’ উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে চার বছর কাটিয়ে দিলেন নরেন্দ্র মোদী| একই সঙ্গে মোদী সরকারেরও চার বছর পূর্ণ হল| সেইঅর্থে আসন্ন লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই|