বেকার সমস্যা রাজ্যের জন্য সবচেয়ে চিন্তার বিষয় ঃ প্রযুক্তি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ বেকার সমস্যা রাজ্য সরকারের মূল চিন্তার বিষয়৷ তবে, এই সমস্যা সমাধানে রাজ্য সরকারী আন্তরিকভাবে

শুক্রবার আগরতলায় প্রজ্ঞা ভবনে একটি সম্মেলনে বক্তব্য রাখছেন প্রযুক্তি মন্ত্রী সুদীপ রায় বর্মন৷ নিজস্ব ছবি৷

চেষ্টা করছে৷ শুক্রবার প্রজ্ঞা ভবনে ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্সের উদ্যোগে আয়োজিত সম্মেলনে একথা বলেন প্রযুক্তি মন্ত্রী সুদীপ রায় বর্মন৷ সাথে যোগ করেন, সকলকে স্বরোজগার বানাতেও রাজ্য সরকার সবরকম সহায়তা করতে প্রস্তুত৷

প্রযুক্তি মন্ত্রীর কথায়, বেকারত্ব রাজ্যের আর্থ সামাজিক ক্ষেত্রের সবচেয়ে বড় সমস্যা৷ দিনে দিনে এই সমস্যা বেড়েছে৷ তাঁর দাবি, রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেকারত্বকে বাড়িয়েছে৷ কারণ, এরাজ্যের অধিকাংশ যুবক-যুবতী গুনগত শিক্ষার অভাবে দক্ষতার বিকাশ হয়নি৷ সুকলগুলিতে যে শিক্ষা দেওয়া হয়েছে, তাতে বেকার সমস্যা বেড়েছে৷ তাঁর বক্তব্য, গুনগত শিক্ষা প্রদানে এবং বেকার সমস্যা সমাধানে নতুন সরকার এখন ভিষণভাবে আন্তরিক৷ এক্ষেত্রে কোন সমঝোতা করা হবে না৷

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উপজাতি কল্যাণ মন্ত্রীর দাবি, রাজ্যের শান্তির পরিবেশ বজায় রাখার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান করা হবে৷ তাঁর দাবি, নতুন সরকার এই রাজ্যকে সারা দেশের মধ্যে একটি মডেল রাজ্য তৈরি করতে সক্ষম হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *