
এদিকে, তামিলনাড়ুর উপকূলবর্তী শহর থুদুকুড়িতে (তুতিকোরিন) পুলিশের গুলি চালানোর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩| গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন অন্তত ৭০ জন| তাঁদের মধ্যে বহু বিক্ষোভকারীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তাই প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| তুতিকোরিন শহর সংলগ্ন বেদান্ত স্টারলাইট কারখানা দূষণ ছড়ায়, ওই কারখানা বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে| গত মঙ্গলবার, ২২ মে বেদান্ত স্টারলাইট কপার কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন আশপাশের গ্রামের হাজার হাজার মানুষ| বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা| আন্দোলনকারীদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে ওই দিনই মৃত্যু হয় ১১ জন বিক্ষোভকারীর| গুরুতর আহত হয়েছিলেন ৮০ জনেরও বেশি বিক্ষোভকারী| দিন দু’য়েক হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর প্রাণ হারালেন আরও দু’জন| সবমিলিয়ে স্টারলাইট বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩|
স্টারলাইট বিক্ষোভের জেরে আগামী পাঁচ দিনের জন্য থুদুকুড়িতে (তুতিকোরিন) ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন| বুধবার রাত ন’টা থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে|