BRAKING NEWS

দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে কিনছে বিজেপি-আরএসএস, চাঞ্চল্যকর অভিযোগ রাহুল গান্ধীর

রায়পুর, ১৭ মে (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| বৃহস্পতিবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে, জনসভায় দাঁড়িয়ে বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে একহাত নিয়ে রাহুল গান্ধী বলেছেন, ‘দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে কিনছে বিজেপি-আরএসএস|’ সোনিয়া পুত্র রাহুল গান্ধী আরও অভিযোগ করেছেন, ‘টাকা ছড়িয়ে সরকার গড়ার খেলায় নেমেছে বিজেপি-আরএসএস|’
এখানেই শেষ নয়, কর্ণাটকে কংগ্রেস-জেডি (এস) সরকার গঠন ও রাজ্যপালের ভূমিকা প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, ‘সংবিধান আক্রান্ত হচ্ছে| কর্ণাটকে একদিকে বিধায়করা রয়েছেন, অন্যদিকে রাজ্যপাল| জেডি (এস) বলছে তাঁদের বিধায়কদের ১০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে|’ রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি-আরএসএস নেতৃত্বের এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *