BRAKING NEWS

এক ধমকেই কাঁত, তবুও বিজেপিকে চাপে রাখল আইপিএফটি, বিএসি চেয়ারম্যান নিয়োগ স্থগিত রেখে পঞ্চায়েত আইন সংশোধনে অর্ডিন্যান্স জারীর দাবী এনসির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ এক ধমকেই কাঁত৷ তবে, বিজেপিকে চাপে রাখার কৌশল বজায় রাখলো আইপিএফটি৷ বিএসি চেয়ারম্যান

বুধবার আগরতলায় আইপিএফটির কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ছবি নিজস্ব৷

নিয়োগ আপাতত স্থগিত রেখে নয়া নীতি প্রণয়নের দাবি তুললো এনসি দেববর্মারা৷ সেক্ষেত্রে পঞ্চায়েত আইনে সংশোধনে অর্ডিন্যান্স জারি হোক চাইছে আইপিএফটি৷ রাজ্যে শরিকি বিবাদকে কেন্দ্র করে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তাতে মুখ্যমন্ত্রী কড়া অবস্থানে বুধবার আইপিএফটি কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকেই বিএসি গঠন এবং চেয়ারম্যান নিয়োগ নিয়ে রাজ্য সরকারের কাছে ওই দাবিগুলি রেখেছে আইপিএফটি৷ সাথে দলের সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা দাবি করেন, জোট ভেঙে দেওয়ার কোনও কথা মুখ্যমন্ত্রী তাঁকে বলেননি৷ ফলে, আপাতত বিজেপি আইপিএফটি জোটে মেঘের ঘনঘটা কাটল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

রাজ্যে বিজেপি আইপিএফটি জোটের আপতত ভাঙন ঘটছে না৷ সংকট কেঁটে গেছে বলেই মনে হচ্ছে৷ গত কয়েকদিন আইপিএফটি সুর চড়ালেও বুধবার দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর সেই সুর নরম করেছেন পার্টি নেতৃত্ব৷ এক্ষেত্রে অবশ্যই বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিএসি চেয়ারম্যান নিয়ে আইপিএফটির ভূমিকায় কড়া অবস্থানের ফলেই সম্ভব হয়েছে বলে ধারনা রাজনৈতিক মহলের৷ এদিন সকাল থেকেই আইপিএফটির বৈঠক শুরু হয়৷ বৈঠকে দলের সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, সহ-সভাপতি অনন্ত দেববর্মা এবং সাধারণ সম্পাদক তথা উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ আইপিএফটির ও শাখা সংগঠনের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন৷ এই বৈঠকে রাত প্রায় ৭৩০ মিনিট পর্যন্ত আলোচনা হয়েছে৷

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মার বক্তব্য, বিএসি এবং বিএসি চেয়ারম্যান পদ নিয়ে সাড়া রাজ্যে গত কয়েকদিনে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এদিনের বৈঠকে তা ছিল মুখ্য আলোচ্য বিষয়৷ আলোচনায় দীর্ঘ বিচার বিশ্লেষণ হয়েছে৷ সেই মোতাবেক রাজ্য সরকারকে একটি প্রস্তাব পাঠানোর জন্য সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয়েছে৷ এনসি দেববর্মার কথায়, বর্তমানে ২৭টি ব্লকের বিএসি চেয়ারম্যান পদের জন্য নাম ঘোষণা করা হয়েছে৷ তাঁর দাবি, এই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হোক৷ পাশাপাশি কিসের ভিত্তিতে কমিটি গঠিত হবে এবং চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়োগ করা হবে তা ঠিক করার জন্য একটি নির্দিষ্ট নীতি প্রণয়ন হোক৷ তাঁর বক্তব্য, বর্তমানে পঞ্চায়েত আইনে এধরনের কোনও সংস্থান নেই৷ তাই একটি সুনির্দিষ্ট নীতি তৈরি করে পঞ্চায়েত আইনের সংশোধন চাইছি৷ তাঁর কথায়, আইন প্রয়োগ করে নয়া নীতি কার্যকর সময় সাপেক্ষ বিষয়৷ কারণ, আইন করতে গেলে প্রথমে মন্ত্রিসভার অনুমোদন ক্রমে তা বিধানসভায় পেশ করতে হবে৷ এক্ষেত্রে অনেকটা সময় প্রয়োজন৷ তাই এখনই নীতি তৈরি করে রাজ্য সরকার রাজ্যপালের স্বাক্ষর সম্মিলিত একটি অর্ডিন্যান্স জারি করুক৷ কারণ, অর্ডিন্যান্স জারি হলে সেই নীতি প্রণয়নে আইনি কোনও সমস্যা থাকছে না৷

এদিন, এনসি দেববর্মা জানিয়েছেন, ২৭ টি ব্লকে চেয়ারম্যান নিয়োগের আগে বিজেপির তরফে ৪১ জনের এবং আইপিএফটি ২৫ জনের তালিকা তৈরি হয়েছিল৷ কিন্তু, চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে ওই তালিকাকে একত্রিত করে বাঁছাই করা হয়নি৷ এনসি দেববর্মা এদিন স্বীকার করেন, ব্লক চেয়ারম্যান নিয়োগ নিয়ে বাকবিতন্ডা থামাতে উভয় দলের চেষ্টা হলেও কোথাও কোথাও স্থানিয় নেতৃত্বরা সেই বিষয়ে সহমত হননি৷ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে৷ কোনও ধরনের অস্থিরতা এড়াতে আইপিএফটির শীর্ষ নেতৃত্বরা সর্বদাই সক্রিয় রয়েছেন৷ কিন্তু, নির্দিষ্ট নীতি প্রণয়নের মাধ্যমে ব্লক উপদেষ্টা কমিটি (বিএসি) গঠন এবং চেয়ারম্যান নিয়োগ না হলে এই অস্থিরতা কাঁটিয়ে তোলা সম্ভব হবে না৷ এনসি দেববর্মার কথায়, আইপিএফটির এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য রাজ্য সরকারকে আবেদন-নিবেদন জারি রাখা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *