BRAKING NEWS

সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত চলছে, কেন্দ্রকে আক্রমণ মায়াবতীর

লখনউ ও বেঙ্গালুরু, ১৭ মে (হি.স.): কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বি এস ইয়েদুরাপ্পা| শপথগ্রহণের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়েদুরাপ্পা জানিয়েছেন, ‘অনৈতিক উপায়ে ক্ষমতা গ্রাসের চেষ্টা করছে কংগ্রেস-জেডি (এস)|’ ইয়েদুরাপ্পা শপথ নিলেও, রাজনৈতিক টানাপোড়েনের কিন্তু শেষ এখনও হল না| কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেন বহুজন সমাজ পার্টি (বসপা) সুপ্রিমো মায়াবাতী এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং| কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে ইয়েদুরাপ্পা শপথগ্রহণ করার কয়েকঘন্টার মধ্যেই মোদী সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেন মায়াবতী| বসপা সুপ্রিমোর কথায়, ‘বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত চলছে| ক্ষমতায় আসার পর থেকেই তাঁরা (বিজেপি) সরকারের অপব্যবহার করছে| ফলস্বরূপ আক্রান্ত হচ্ছে গণতন্ত্র|’
পাশাপাশি কর্ণাটকের রাজ্যপাল ভাজুভাই ভালাকে তীব্র নিন্দা করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেছেন, ‘সংবিধানের বিরুদ্ধে যাচ্ছেন রাজ্যপাল| রাজ্যপালের ভূমিকা সরকারের দ্বারা প্রভাবিত হচ্ছে| তিনি একজন আরএসএস সদস্য ছিলেন এবং গুজরাটের তত্কালীন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন| এটাই স্বাভাবিক তিনি কেন্দ্রের কথা শুনবেন|’ সংবিধান রক্ষায় এবার কি পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট, সে দিকেই নজর সকলের| জানালেন কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং|
কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ১০৪টি আসন| গেরুয়া শিবিরই বৃহত্তম দল| কিন্তু, কংগ্রেস ও জেডি (এস) মিলে পেয়েছে ১১৫টি আসন| দুই দল মিলে রাজ্যপাল ভাজুভাই ভালার কাছে সরকার গড়ার দাবি জানিয়েছিল| কিন্তু, এইচ ডি দেবেগৌড়ার জনতা দল (সেকু্যলার)-এর হাত ধরেও বিশেষ কোনও লাভ হল না কংগ্রেসের| বিশেষ কোনও উপকার হল না তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও| সুপ্রিম কোর্টে গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত নাটক শেষে, বৃহস্পতিবার সকালেই কর্ণাটকের ২৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন বিজেপির ‘মুখ’ বি এস ইয়েদুরাপ্পা| বৃহস্পতিবার সকাল ন’টায় রাজভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে দ্রুত মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করে নেন বি এস ইয়েদুরাপ্পা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *