
উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখ সোনিয়া তনয় রাহুল গান্ধী বলেছিলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী হতে তিনি প্রস্তুত| রাহুল গান্ধীর এই মন্তব্যের ১০ দিনের মধ্যেই কর্ণাটক হাতছাড়া হল কংগ্রেসের| অন্যদিকে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে অক্সিজেন পেল ভারতীয় জনতা পার্টি|