নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৩ মে৷৷ রোগীর মৃত্যুর অভিযোগ এনে একাংশ লোক কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় এবং বেসরকারী নিরাপত্তা রক্ষীদের মারধর করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে রবিবার সকাল সোয়া নয়টা নাগাদ৷ এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কৈলাসহর থানায় একটি এফআইআর করেছে৷
থানায় দায়ের করা এফআইআর মোতাবেক জানা গিয়েছে, কৈলাসহরের বোরাখোলা গ্রামের বাসিন্দা বাহার উদ্দিন (৭০) কে এদিন সকাল সোয়া নয়টা নাগাদ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিয়ে আসা হয়৷ চিকিৎকরা বাহার উদ্দিনকে পরীক্ষা করে জানান যে তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়৷ তারপরই কয়েকজন লোক অটো নিয়ে হাসপাতালে আসেন৷ অভিযোগ করেন চিকিৎসায় গাফিলতিতে বাহার উদ্দিনের মৃত্যু হয়েছে৷ এই অভিযোগ এনে তারা তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে৷ মুহুর্তের মধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়৷ ঐ লোকজন লোহার রড ও কাঠের ফালি দিয়ে হাসপাতালে ব্যাপাক ভাঙচুর চালায়৷ মারধর করা হয় হাসপাতালের কর্তব্যরত বেসরকারী নিরাপত্তা রক্ষীদের৷ সাথে সাথেই খবর দেওয়া হয় কৈলাসহর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় একটি অটোতে চেপে৷ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷
2018-05-14