BRAKING NEWS

কাশ্মীরে পাথরের আঘাতে পর্যটকের মৃত্যু, উদ্বেগ প্রকাশ প্রতিরক্ষামন্ত্রীর

শ্রীনগর ও নয়াদিল্লি, ৮ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে বিক্ষোভকারীদের পাথরের আঘাতে পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ| উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি ভৈদ-ও| শ্রীনগরের নারবালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় সোমবার বিক্ষোভকারীদের ছোড়া পাথর গিয়ে লেগেছিল কাশ্মীরে ঘুরতে আসা এক তরুণীর মাথায়| তড়িঘড়ি হাসপাতালেও ভর্তি করা হয়েছিল ওই তরুণীকে| কিন্তু, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে চেন্নাইয়ের বাসিন্দা ওই তরুণীকে প্রাণে বাঁচাতে পারেননি চিকিত্সকরা| স্থানীয় এসকেআইএমএস হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর| মৃত তরুণীর নাম হল, আর থিরুমণি (২২)| তাঁর বাড়ি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে| পর্যটকদের একটি বাসে বাবা-মায়ের সঙ্গে ছিলেন আর থিরুমণি| বাসটি শ্রীনগর-গুলমার্গ রোড ধরে যাওয়ার সময়, দু’পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে যায়| বাসের জানলা ভেদ করে তরুণীর মাথায় ছিটকে এসে লাগে পাথর|
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ‘একজন পর্যটকের মৃত্যু খুবই দুঃখজনক| নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা|’ পর্যটকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি ভৈদ-ও| ডিজিপি জানিয়েছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা| আতিথেয়তার জন্য পরিচিত কাশ্মীরিরা, অথচ কাশ্মীরে এ সব দেখাও বাকি ছিল| অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য নাগরিক সমাজের কাছে আমার অনুরোধ|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *