
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ‘একজন পর্যটকের মৃত্যু খুবই দুঃখজনক| নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা|’ পর্যটকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি ভৈদ-ও| ডিজিপি জানিয়েছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা| আতিথেয়তার জন্য পরিচিত কাশ্মীরিরা, অথচ কাশ্মীরে এ সব দেখাও বাকি ছিল| অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য নাগরিক সমাজের কাছে আমার অনুরোধ|’