পাচারকে কেন্দ্র করে মতিনগর সীমান্তে জনতা বিএসএফে ব্যাপক সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ ভারত-বাংলাদেশে আন্তর্জাতিক সীমান্তের মতিনগরে তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ যদিও সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে কতিপয় গ্রামবাসীর ধারাবাহিক সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে পুলিশ৷ সরকাল থেকে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল৷ মতিনগরে শনিবার সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে৷ যদিও সংঘাতের সূত্রপাত শুক্রবার গভীর রাত থেকে৷ গ্রামবাসীদের একটি অংশের সঙ্গে এই সংঘাত ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠে৷ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে পুলিশ জানিযেছে৷

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গবাদী পশু পাচারের সময় কর্তব্যরত সীমান্ত রক্ষী বাহিনী পাচারকারীদের পিছু ধাওয়া করে৷ ফলে পাচারকারীরা সীমান্তের ওপারে গবাদি পশু নিয়ে যেতে ব্যর্থ হয়৷ এরপর থেকে বিবাদের সূত্রপাত৷ জানা গেছে, বিএসএফ এর তাড়া খেয়ে পাচারকারীরা গ্রামে গ্রামে এসে প্রবেশ করে৷ এরপর সীমান্ত সুরক্ষা বাহিনী সমগ্র এলাকাটিকে ঘিরে ফেলে৷ পাচারকারীদের ধরতে শুরু হয় বিএসএফের তল্লাশী অভিযান৷ বাহিনীর অভিযোগ, এই গ্রামের কিছু বাসিন্দাও পাচারকার্যের সঙ্গে যুক্ত৷ সন্দিগ্দ পাচারাকরীদের ধরতে বিভিন্ন বাড়িতে ঢুকলে জওয়ানদের বাধা দেন এলাকার স্থানীয় কিছু জনগণ৷ আর তখনই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ সংঘর্ষে এখন পর্যন্ত দুই গ্রামবাসী আহত হয়েছেন বলে জানা গেছে৷ সমগ্র গ্রামটিকে পুলিশ ঘিরে রেখেছে৷ পরিস্থিতি উত্তপ্ত হলেও নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ জানিয়েছে৷ প্রসঙ্গত, কিছুদিন অন্তর অন্তর এই ধরনের ঘটনা সীমান্ত এলাকায় ঘটে চলেছে৷ এই ব্যাপারে বিএসএফ এবং স্থানীয় গ্রামবাসী পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *