নিজস্ব প্রতিনিধি, জলেফা, ১৮ এপ্রিল৷৷ ত্রিপুরায় কখনও কোনও আগ্ণেয়গিরি ছিল না৷ কোথাও মৃতপ্রায় আগ্ণেয়গিরি ছিল বলেও ভৌগোলিক ইতিবৃত্তান্তে উল্লেখ নেই৷ কিন্তু সাব্রুমের বৈষ্ণবটিলায় মাটি ফোঁড়ে লাভা নিঃসরনের ঘটনাকে কেন্দ্র করে বিস্তর আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন৷
দক্ষিণ জেলার সদর সাব্রুমের বৈষ্ণবটিলায় মাটি ফেটে অদ্ভুত ধরনের গরম তরল পদার্থ বের হচ্ছে৷ এই তরল প্রায় ফুটন্ত অবস্থায় রয়েছে৷ ফুটন্ত তরল বেরোনো মাত্রই আশপাশে আগুন ধরে যাচ্ছে৷ বুধবার সকালে বিষয়টি জেলা প্রশাসনের আধিকারিকদের দৃষ্টিতে আসে৷ মঙ্গলবারে রাতে স্থানীয় জনগণ বিষয়টি সম্পর্কে অবগত হন এবং তাঁরাই খোঁজখবর নিয়ে অগ্ণিনির্বাপক দফতরকে জানান৷ কিন্তু প্রাথমিকভাবে ঘটনার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া না হলেও সকালে লাভা উদগীরনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন৷
ফুটন্ত লাভা বেরিয়ে সংশ্লিষ্ট এলাকায় আগুন ধরে যাচ্ছে৷ দমকল বাহিনীর চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুনে জল দিয়ে নেভানোর প্রচেষ্টা চালিয়েছে৷ কিন্তু জল দিয়ে আগুন নেভানো সম্ভব হচ্ছে না৷ পরে আগুন নিয়ন্ত্রণে আনকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়৷ কিন্তু তাতেও কোনও কাজ হচ্ছে না৷ এমতাবস্থায় আগরতলা, উদয়পুর এবং বিলোনিয়া থেকে অগ্ণিনির্বাপক দফতরের ইঞ্জিনগুলিকে পাঠানো হয়েছে৷ ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে বহু ইঞ্জিন৷
সমগ্র এলাকায় জনগন আতঙ্কে রয়েছেন৷ এই অবস্থায় যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভিন্ন এলাকা থেকে স্থানীয় জনগণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে৷ তবে এই স্থানে আগ্ণেয়গিরি আছে কিনা কিংবা ইতোপূর্বে ছিল কিনা অথবা নতুন আগ্ণেয়গিরির সৃষ্টি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ওএনজিসির সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হচ্ছে৷
জেলাশাসকের কার্যালয় থেকে জানা গেছে, বাস্তবে যে পদার্থ বেরিয়ে আসছে তা কী ধরনের বিষয় এবং পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না৷ যদিও ত্রিপুরায় প্রচুর পরিমানে খনিজ সম্পদ রয়েছে৷ তবে দুর্যোগ মোকাবিলা বাহিনীকে তৈরি রাখা হয়েছে৷ আগুনের বিস্তৃতি রুখতেও পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ঘটনাস্থলে রয়েছেন, জেলাশাসক, মহকুমাশাসক সহ পুলিশের শীর্ষ স্থানীয় আধিকারিকরা৷ স্থানীয় বিধায়ক জনগণকে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি তদারকি করছেন৷
2018-04-19