BRAKING NEWS

রিটার্ন দাখিলে বেতনভোগীদের সতর্কবার্তা আয়কর দফতরের

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.) : বেতনভোগী শ্রেণিভুক্তদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করল আয়কর দফতর। রিটার্ন দাখিল করার সময় কোনওভাবে আয় কম বা করছাড়কে বাড়িয়ে দেখাতে অবৈধ পন্থার অবলম্বন করা হলে, করদাতাদের বিরুদ্ধে কর খেলাপির মামলা দায়ের করা হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মস্থলে অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হবে।
এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে বেঙ্গালুরুতে আয়কর রিটার্ন জমা ও প্রক্রিয়াকরণ দফতরের সেন্ট্রাল প্রোসেসিং সেন্টার (সিপিসি)। বলা হয়েছে, করদাতারা যেন কোনওভাবে কর উপদেষ্টাদের ‘খপ্পরে’ না পড়েন, যাঁরা তাঁদের ভুল নথি তৈরি করে অতিরিক্ত ছাড়ের ব্যবস্থা করে দেন।
আয়কর জানিয়েছে, আয়ের কম উৎস দেখানো বা অতিরিক্ত ছাড়ের দাবি করে আখেরে বেতনভোগী করদাতারা কর খেলাপির আওতায় পড়বেন। ফলত, তাঁদের বিরুদ্ধে আয়কর আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে অভিযুক্ত করা হবে। এধরনের বেআইনি কার্যকলাপ শাস্তিযোগ্য অপরাধও বটে।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে বেঙ্গালুরুর একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের বিরুদ্ধে বেআইনি উপায় অবলম্বন করে কর ফেরতের দাবি করার অভিযোগ ওঠে। আয়করের দাবি, এক কর উপদেষ্টার সঙ্গে যোগসাজসে ওই কর্মীরা ভুয়ো নথি তৈরি করে জমা দেন। তদন্তে নেমে ওই বেআইনি চক্রফাঁস করে আয়কর। এরপরই এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে আয়কর দফতর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *