BRAKING NEWS

বিমান সংস্থার গাফিলতিতে উড়ান দেরি বা বাতিল হলে ক্ষতিপূরণ দেবে বিমান সংস্থা

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.) : বিমান সংস্থার গাফিলতির জন্য যদি দেরি বা এজন্য কোনও যাত্রীর কানেক্টিং বিমান ধরতে না পারলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে ক্ষতিপূরণ দিতে হবে৷ বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ যাত্রীদের এই ধরণের সমস্যার কথা মাথায় রেখে এই প্রস্তাব তৈরি করেছে৷ এতে আকাশপথের যাত্রীদের অধিকার এবং বিমানসংস্থাগুলির দায়িত্ব লিপিবদ্ধ করা হয়েছে৷ বিমান নিয়ন্ত্রক ডিজিসিএর বক্তব্য এয়ারলাইন্সের দেরির কারণে যাত্রীদের কানেক্টিং বিমান না ধরতে পারার মত ঘটনা প্রায়ই ঘটে থাকে৷ এ উপর কড়া নিষেধ আনা জরুরি হয়ে পড়েছে৷
ডিজিসি-র প্রস্তাবে রয়েছে বিমানসংস্থাগুলিকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে৷ সিভিল এভিয়েশন ডিরেক্টরেট এই প্রথম এতবড় মাত্রার জরিমানার কথা বলেছে৷ শুধু কানেক্টিং বিমান মিস করা যাত্রীরাই নন, এই ক্ষতিপূরণ তিনিও পাবেন যিনি বিমান বাতিল হওয়ার কারণে তাঁর অন বোর্ড বিমানটি ধরতে পারবেন না৷ নতুন আদেশ অনুযায়ী যদি কোনও প্যাসেঞ্জার টিকিট কাটার পরেও উড়ানে বসতে পারলেন না বা বসতে দেওয়া হল না সেক্ষেত্রে এয়ারলাইন্স সংস্থা ওই যাত্রীকে ৫০০০ টাকা জরিমানা দেবে৷
যদিও এই প্রস্তাবের বিরোধিতা করেছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স ও সংগঠনের বাইরের বেশ কিছু বিমান কোম্পানিগুলি৷ ভিস্তারা, এয়ার এশিয়া ইন্ডিয়া ডিজিসিএর এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে৷ তাদের বক্তব্য, এই ঘটনা গুলির জন্য কেবল তাদের কোম্পানি দায়ী থাকে না৷ এদিকে ইন্ডিগো, জেট এয়ারওয়েজ, স্পাইসজেট ও গোএয়ার জরিমানা না দেওয়ার নিয়মকেই জারি রাখার কথা জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *