BRAKING NEWS

সিপিএম সহ অন্য দলের অতি উৎসাহীরা পার্টি অফিসগুলিতে হামলা হুজ্জুতি চালাচ্ছে, বাম প্রতিনিধিদের জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ সিপিএম সহ অন্যান্য দলের অতি উৎসাহী ব্যক্তিরা বামফ্রন্টের পার্টি অফিসগুলিতে হামলা হুজ্জুতি সহ সন্ত্রাস সৃষ্টি করছে বলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার বামফ্রন্ট রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন৷ যদিও বামফ্রন্ট অভিযোগ করেছে নির্বাচনোত্তর সন্ত্রাসের জন্য দায়ি বিজেপি এবং আইপিফেটিকে৷
শনিবার সিপিএম রাজ্য কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর জানান, বামফ্রন্টের পাঁচ সদস্যক প্রতিনিধি দল এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাথে সাক্ষৎ করেন এবং রাজ্যে বিরোধী দলের পার্টি অফিস এবং গণসংগঠনগুলির অফিসে হামলা ভাঙচুরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান৷ এই সম্পর্কে এদিন বিজনবাবু মুখ্যমন্ত্রীর কাছে বেশ কয়েকটি প্রসঙ্গ তুলে ধরেছেন৷ বামফ্রন্টের প্রতিনিধিরা তিনটি তালিকাও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর হাতে৷
বামফ্রন্ট অভিযোগ করেছে, রাজ্যের বিভিন্ন স্থানে ৪৩৮টি পার্টি অফিস আক্রান্ত হয়েছে৷ এর মধ্যে ৯৩টি অগ্ণিকান্ড হয়েছে৷ ২৩০টি পার্টি অফিসে লুটপাট চালানো হয়েছে৷ ৬৩টি পার্টি অফিস জবরদখল করা হয়েছে এবং ৫২টি পার্টি অফিসে তালা দিয়ে দেওয়া হয়েছে৷ তাছাড়া ১৭০০ বামফ্রন্ট সমর্থকের বাড়ি আক্রান্ত হয়েছে৷
বিজনবাবু সাংবাদিক সম্মেলনে বলেন, তাদের অভিযোগ শুনার পর মুখ্যমন্ত্রী বলেন, সিপিএম এবং অন্যান্য দলের অতি উৎসাহী ব্যক্তিরা বামফ্রন্টের পার্টি অফিস সহ অন্য সংগঠনগুলির কার্য্যালয়ে হামলা চালাচ্ছে৷ তবে, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন৷ বিজনবাবু জানান, তাঁরা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে সন্তুষ্ট৷ শ্রীধরও আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রতিনিধিদের জানিয়েছেন যেকোন রাজনৈতিক হিংসার ঘটনা ঘটলে যে কেউ মুখ্যমন্ত্রী ফোনে কল করে কিংবা হোয়াটস অ্যাপ করে জানাতে পারেন৷ তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন৷ প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে বামফ্রন্টের প্রতিনিধি দলে ছিলেন, বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর, রমা দাস, নরেশ জমাতিয়া, সুদর্শন ভট্টাচার্য্য, শ্যামল রায় প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *