BRAKING NEWS

একবিংশতম কমনওয়েলথ গেমসে ভারতীয়দের তালিকায় ২৫ সোনা সহ পদকসংখ্যা ৫৯

গোল্ড কোস্ট, ১৪ এপ্রিল (হি.স.) : একবিংশতম কমনওয়েলথ গেমসে ভারতীয় সাফল্যের ঝড় শনিবারও অব্যাহত থাকল। কমনওয়েলথ গেমসের দশম দিনে ভারতীয়দের ঝড়ে বক্সিং, কুস্তি, টেবিল টেনিস থেকে অ্যাথলেটিক্সেও ইতিহাস গড়লেন ভারতীয়রা। দশম দিনের শেষে ২৫ টি সোনা, ১৬ টি রুপো এবং ১৮ টি ব্রোঞ্জ নিয়ে তিন নম্বরে টিম ইন্ডিয়া। মোট পদকসংখ্যা ৫৯। রবিবার এবারের কমনওয়েলথ গেমসের ক্লাইম্যাক্স। সুপার সানডের সবচেয়ে বড় আকর্ষণ ব্যাডমিন্টনের ব্লকবাস্টার ফাইনাল। মুখোমুখি দেশের অন্যতম দুই সেরা শাটলার সাইনা নেহওয়াল আর পি ভি সিন্ধু। সোনাজয়ের লক্ষ্যে নামবেন শ্রীকান্তও। সেদিকেই নজর থাকবে গোটা দেশের। এদিন সকালেই বাজিমাত মেরি কমের। ৪৮ কেজির ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের ক্রিস্টিনা ও’হারাকে উড়িয়ে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে সোনা জিতলেন মেরি কম। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন জিতলেন ৫-০ তে। বক্সিং এদিন সোনার খনি। ৭৫ কেজিতে সোনা জিতলেন আর এক আইকন বক্সার বিকাশ কৃষাণও। ৫২ কেজিতে চ্যাম্পিয়ন হয়ে চমক গৌরব সোলাঙ্কিরও।
পুরুষদের জ্যাভলিনে প্রথমবার সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। শ্যুটিংয়েও সোনালি দৌড়। ৫০ মিটার থ্রি পজিশনস রাইফেলে দেশকে এনে দিলেন আরও একটি সোনা। কুস্তিতে সোনালি ঝড় অব্যাহত। মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলে সোনা জিতলেন ভিনেশ ফোগত। ১২৫ কেজির ফ্রিস্টাইলে সোনা জিতলেন সুমিত মালিক। ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী মালিককে। টেবিল টেনিসে মনিকা বাত্রার সোনালি দৌড় অব্যাহত। দলগত ইভেন্টে সোনা ও ডাবলসে রুপো জয়ের পর এবার সিঙ্গলসেও সোনা জিতে গড়লেন ইতিহাস। সেমিফাইনালে হারালেন সিঙ্গাপুরের দু’বারের অলিম্পিক্স পদকজয়ী টিটি খেলোয়াড়কে। আর, ফাইনালে দাপটের সঙ্গে জয়। এই প্রথমবার টেবিল টেনিসের সিঙ্গলসে সোনা এল মনিকার হাত ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *