পাটনা, ১০ এপ্রিল (হি.স.) : প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিন হাই স্পিড লোকোমোটিভ ট্রেনের উদ্বোধন হল মঙ্গলবার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে মাধেপুরা রেল লোকো কারখানায় এই ট্রেনের উদ্বোধন করেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রজেক্ট ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টেরই অন্তর্ভুক্ত ছিল এই ট্রেনটি | বলাই বাহুল্য, আধুনিকতার পথে আরও একধাপ এগোল ভারতীয় রেল৷
এক ফ্রেঞ্চ সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি এই ট্রেন এবার ছুটবে ভারতের রেল ট্র্যাকে| বর্তমানে যেসমস্ত লোকোমোটিভ ট্রেন রয়েছে ভারতের মাটিতে তার মধ্যে সব থেকে দ্রুতগামী হতে চলেছে এই ট্রেনটি | ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটবে এই ট্রেন৷ ট্রেনটির ইঞ্জিন ক্ষমতা প্রায় ১২ হাজার এইচপি| ট্রেনটি ৬ হাজার টন ওজন বহন করতে সক্ষম৷ যার জন্য এখনও পর্যন্ত ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র৷ এই ট্রেনটি তৈরির পিছনে এখনও পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা৷ আগামী ১১ বছরে ভারতে এই ধরণের প্রায় ৮০০ টি ইঞ্জিন আনার প্রস্তাব দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, রাশিয়া, চিন, জার্মানি এবং সুইডেনের পর ভারতের মাটিতে প্রথম এই ধরণের ইলেক্ট্রিক লোকোমোটিভ ট্রেন চলবে৷