BRAKING NEWS

ভারোত্তলনে রূপো জিতলেন ভারতের প্রদীপ সিং

গোল্ড কোস্ট, ৯ এপ্রিল (হি.স.): কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তলকদের দাপট অব্যহত। চলতি গেমসে বহু পদক ভারোত্তলকেরা জিতেছে। সেই ধারা অক্ষুণ্ণ রেখে সোমবার ভারোত্তলনের ১০৫ কিলোগ্রাম বিভাগে রুপো জিতলেন প্রদীপ সিং। এই বিভাগে ৩৫২ কিলোগ্রাম ভার উত্তোলন করেছেন প্রদীপ। ৩৬০ কিলোগ্রাম ভার উত্তলন করে সোনা জিতেছে সাঁমোয়ার ভারোত্তলক সঃনেলি মাও। ব্রোঞ্জ পদক জিতেছেন ওয়েন বক্সাল। তিনি ৩৫১ কিলোগ্রাম ভার উত্তোলন করেছেন। এই নিয়ে এখনও পর্যন্ত তিনটি রূপোর পদক জিতেছে ভারত।
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী প্রদীপের সঙ্গে কমনওয়েলথ গেমসের ফাইনালে জোর টক্কর হয় সাঁমোয়ার ভারোত্তলক সঃনেলি মাও। এদিন কারারা স্পোটর্স এরিনা-১ ভারোত্তলনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানে প্রদীপ প্রথম চেষ্টায় ১৪৮ কিলোগ্রাম ভার উত্তোলন করতে ব্যর্থ হন। কিন্তু দ্বিতীয়বারের চেষ্টা তিনি সফল হন। তৃতীবার ১৫২ কিলোগ্রাম ভার উত্তোলন করেন তিনি। অন্যদিকে সঃনেলি মাও তোলেন ১৫৪ কিলোগ্রাম। খেলার পরবর্তী পর্যায় মাও ২০৬ কিলোগ্রাম ওজন তুলতে সক্ষম হলেও ভারতের প্রদীপ ২০৯ কিলোগ্রাম ওজন তুলতে ব্যর্থ হন। ‘ক্লিন এন্ড জার্ক’-এর সময় সঃনেলি মাও যখন ২১১ কিলোগ্রাম ওজন তুলতে ব্যর্থ হয়েছিল। ঠিক সেই সময় প্রদীপের কাছে একটা সুযোগ এসেছিল সোনা জেতার। কিন্তু ২১১ কিলোগ্রাম ওজন তুলতে ব্যর্থ হয় প্রদীপ। ফলে সোনা জিতে যায় সঃনেলি মাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *