মুজাফফরনগর, ৯ এপ্রিল (হি.স.): দলিত বিক্ষোভের জেরে চলতি মাসের ২ তারিখ উত্তাল হয়ে উঠেছিল উত্তর-মধ্য ও পূর্ব ভারতের একাংশ| দলিত বিক্ষোভের জেরে আগুনে জ্বলে ওঠে মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান, ওডিশা, পঞ্জাব, ঝাড়খণ্ড ও বিহারে| সবচেয়ে বেশি গন্ডগোলের খবর পাওয়া
যায় মধ্যপ্রদেশ থেকে| মধ্যপ্রদেশে অশান্তির আগুনে মৃত্যু হয় ৮ জনের (সরকারি মতে ৭)| ব্যাপক গণ্ডগোল হয় উত্তর প্রদেশের মুজাফফরনগরেও| মুজাফফরনগরে হিংসার ঘটনায় গ্রেফতার করা হল আরও তিনজন অভিযুক্তকে| ধৃতদের নাম হল, ধিরজ কুমার, সুমীত এবং অর্জুন| পাশাপাশি হিংসার ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪০টিরও বেশি ধারায় মামলা রুজু করা হয়েছে|

উল্লেখ্য, গত ২০ মার্চ সুপ্রিম কোর্ট রায় দেয়, তফশিলি জাতি ও উপজাতি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট ১৯৮৯-এর অধীনে করা কোনও অভিযোগের ভিত্তিতে তত্ক্ষণাত্ কোনও ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না| এরপরই দলিত সংগঠনগুলির তরফে অভিযোগ করা হয়, সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার কঠোর অবস্থান না নেওয়াতেই এমন রায় দিয়েছে শীর্ষ আদালত| ওই রায়ের প্রতিবাদে গত ২ এপ্রিল ভারত বনধ বিক্ষোভে দিনভর উত্তাল হয়ে উঠেছিল উত্তর-মধ্য ও পূর্ব ভারতের একাংশ| হিংসার ঘটনায় ইতিমধ্যে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে|