BRAKING NEWS

নীরব ও ললিতের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা

লক্ষনউ, ৩১ মার্চ (হি.স.) : আর্থিক দূর্নীতি মামলায় পলাতক নীরব মোদী ও ললিত মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা | কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এই মামলা করেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা। ৫ এপ্রিল এই মামলার শুনানি হবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর্থিক কেলেঙ্কারি মামলায় ঋণ নিয়ে নিয়ে পলাতক নীরব মোদী ও আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করে একাধিকবার তুলনা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী | এই ঘটনায় কংগ্রেস সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা করলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা শাভাল মণি ত্রিপাঠী। দেওরিয়া জেলার ফাস্ট ট্র্যাক আদালতে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা করেছেন এই বিজেপি নেতা। অভিযোগকারী বিজেপির নেতার আইনজীবী জানান, আগামী ৫ এপ্রিল শুনানির দিন ধার্য হয়েছে।
ত্রিপাঠি বলেছেন, ‘সম্প্রতি দিল্লিতে কংগ্রেসের প্লেনারিতে প্রধানমন্ত্রী মোদী, নীরব মোদী ও ললিত মোদীকে এক করে দেখানোর চেষ্টা করেন রাহুল গান্ধী । তিনি আরও বলেন, মোদী নামটি দুর্নীতির সমার্থক হয়ে গিয়েছে। এই মন্তব্যে বিজেপি কর্মী ও দেশবাসীর ভাবাবেগে আঘাত লেগেছে। সেই কারণেই আমি দেওরিয়া আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’
মামলা দায়ের হওয়ার পর বিষয়টি নিয়ে কংগ্রেসের দেওরিয়া জেলা সম্পাদক আনোয়ার হুসেইন বলেছেন, ‘সরকারের ভুল নীতি ও দুর্নীতি রোখার ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে সরব হওয়া আমাদের কর্তব্য। আমরা জনগণের বিষয়গুলি নিয়ে ভবিষ্যতেও সরব হব। দেশের জন্য আমরা মামলার মোকাবিলা করা, এমনকী জেলে যেতেও তৈরি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *