নয়ডা, ২৫ মার্চ (হি.স.): পুলিশের গুলিতে খতম কুখ্যাত সমাজবিরোধী শরাভন চৌধুরী। রবিবার সকালে আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে নয়ডায় ওই সমাজবিরোধীকে গ্রেফতার করতে গেলে পুলিশের দিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে সমাজবিরোধী শরাভন চৌধুরী । শুরু হয় গুলির লড়াই। অনেকক্ষণ এনকাউন্টার চলার পরে আহত অবস্থায় সমাজবিরোধী শরাভন চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ওই সমাজবিরোধীর কাজ থেকে একটি স্বয়ংক্রিয় একে ৪৭ রাইফেল এবং একটি এসবিবিএল আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন ওই সমাজবিরোধীর মৃত্যু হয়। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর তার বিরুদ্ধে খুন করার অভিযোগ ছিল। দিল্লিতে তার মাথার দাম ৫০০০০ হাজার টাকা ঘোষণা করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে অন্যদিকে নয়ডাতেও তার মাথার দাম ৫০০০০ টাকা ঘোষণা করা হয়েছিল। সব মিলিয়ে তার মাথার দাম প্রায় এক লক্ষ টাকা রাখা হয়েছিল। ঘটনায় চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে এর ফলে দুষ্কৃতি অভিযানে বড়সড় সাফল্য পাওয়া গিয়েছে।