BRAKING NEWS

জয় শ্রী রাম ধ্বনি উড়িয়েই ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানে পালিত হচ্ছে রাম নবমী

করাচি২৫ মার্চ (হি.স.) : কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানে পালিত হচ্ছে রাম নবমী৷ জয় শ্রী রাম ধ্বনি উড়িয়েই পাক সংখ্যালঘু হিন্দুরা মেতেছেন উৎসবে৷ সিন্ধ প্রদেশের রাজধানী করাচির বিখ্যাত স্বামীনারায়ণ মন্দির৷ এখানেই পালিত হয় রাম নবমী৷ নাশকতার আশঙ্কা আছে৷ তবে সে সব উড়িয়েই কড়া নিরাপত্তা র মধ্যে দিয়ে ইসলামিক রাষ্ট্র পাকিস্তানে পালিত হচ্ছে রাম নবমী৷ উৎসব উপলক্ষে সিন্ধ তো বটেই পাকিস্তানের অন্যান্য প্রদেশ থেকেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়৷ খবরআলো দিয়ে সাজানো হয়েছে স্বামীনারায়ণ মন্দির৷ ১৫০ বছরের পুরনো এই মন্দির হিন্দুদের কাছে পবিত্র তীর্থস্থল আর মুসলিমদের কাছে দর্শনীয় স্থান হিসেবেই বিবেচিত হয়৷ করাচিতে ঘুরতে আসা পর্যটকদের তালিকায় থাকে এই স্থাপত্য৷ কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছেন দর্শনার্থীদের জন্য৷ সবার উপরেই কড়া নজর রাখা হচ্ছে৷ শুধু রাম নবমী নয়অন্যান্য হিন্দু উৎসব বিশেষ করে নবরাত্রিহোলিতে করাচির স্বামীনারায়ণ মন্দির বিশেষভাবে সাজানো হয়৷ পাকিস্তানের সিন্ধ প্রদেশে থাকেন দেশের সংখ্যালঘু হিন্দুদের বড় অংশ৷ ১৯৪৭ সালে পাকিস্তান তৈরির পর থেকে এটি দেশটির অন্যতম সম্পত্তি হিসেবে বিবেচিত৷ ভারত ভাগের সময় যে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়েছিল তারই জেরে বহু হিন্দু ও শিখ পাকিস্তান ছেড়েছিলেন৷ তেমনই বহু মুসলিম ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন৷ রক্তাক্ত এই সময়ে করাচির স্বামীনারায়ণ মন্দির ছিল শরণার্থী শিবির৷ সেই সময় মন্দিরের একটি বিগ্রহ ভারতে নিয়ে আসেন কয়েকজন৷ সেটি পরে রাখা হয় রাজস্থানে৷ পাকিস্তান পিপলস পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হিন্দু নেতা নেত্রীরা মূলত এই অঞ্চলের বাসিন্দা৷ পাক বাণিজ্য রাজধানী করাচি৷ শহরের বন্দর রোড এলাকায় অবস্থিত স্বামীনারায়ণ মন্দির৷ তবে পাক পাঞ্জাব প্রদেশ ও পেশোয়ারেও থাকে অনেক হিন্দু সংখ্যালঘু৷ ১৯৮৯ সালে প্রথমবারের মতো কোনও ভারতীয় সাধুদের সেই মন্দিরে প্রবেশাধিকার দেওয়া হয়৷ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মহম্মদ আলি জিন্নাও মন্দিরটি দর্শন করেছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *